Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মির্জাপুর পৌরসভাসহ ১৪টি ইউনিয়ন (মহেড়া, জামুর্কী, ফতেপুর, বানাইল, আনাইতারা, উয়ার্শী, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, আজগানা, তরফপুর ও বাঁশতৈল) এর সকল ওয়ার্ডের ভোটার এলাকাসমূহের হালনাগাদকৃত ২০২৪ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
বিস্তারিত

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মির্জাপুর পৌরসভাসহ ১৪টি ইউনিয়ন (মহেড়া, জামুর্কী, ফতেপুর, বানাইল, আনাইতারা, উয়ার্শী, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, আজগানা, তরফপুর ও বাঁশতৈল) এর সকল ওয়ার্ডের ভোটার এলাকাসমূহের হালনাগাদকৃত ২০২৪ এর খসড়া ভোটার তালিকা জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।

উক্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবী অথবা অন্তর্ভূক্তির বিরুদ্ধে আপত্তি অথবা অন্তর্ভূক্তির বিষয় সম্পর্কে সংশোধনী দরখাস্ত অত্র বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে পরবর্তী ১৫(পনের)দিন অর্থাৎ ২১ জানুয়ারি ২০২৪ তারিখ হতে আগামী ০৫ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে সংশোধণকারী কর্তৃপক্ষ (সিনিয়র জেলা নির্বাচন অফিসার, টাঙ্গাইল) অথবা নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে ব্যক্তিগতভাবে দাখিল করিতে হইবে।


ক্রম

বিবরণ


তারিখ

হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ

:

২১ জানুয়ারি ২০২৪

(রবিবার)

দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ

:

০৫ ফেব্রুয়ারি ২০২৪

(সোমবার)

সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহের নিষ্পত্তির শেষ তারিখ

:

১১ ফেব্রুয়ারি ২০২৪

(রবিবার)

দাবি, আপত্তি ও সংশোধনকারীর জন্য দাখিলকৃত আবেদনের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ

:

১৮ ফেব্রুয়ারি ২০২৪

(রবিবার)

হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

:

০২ মার্চ ২০২৪

(শনিবার)


বিঃদ্রঃ অফিস চলাকালীন আমার কার্যালয়ে অথবা প্রকাশিত স্থান সমূহে খসড়া ভোটার তালিকা দেখা যাইবে।

স্থানঃ উপজেলা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়, মির্জাপুর, টাঙ্গাইল।

ছবি
প্রকাশের তারিখ
21/01/2024
আর্কাইভ তারিখ
01/03/2024